রাউজানে আল্লামা ফারুকী দিবস উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কায়েছ উদ্দীন, রাউজান
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা রাউজান পৌরসভা ও রাউজান উপজেলা উত্তর শাখার যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, হাইকোর্ট জামে মসজিদের খতিব, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)’র ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গত (২৮ আগস্ট) শনিবার বিকাল ৩ টায় উপজেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওলানা শামসুল আলম হেলালী’র সভাপতিত্বে মুন্সিরঘাটা চত্বরে মানববন্ধন হয়ে বিক্ষোভ মিছিল জলিলনগর বাসষ্ট্যান্ড চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
স্মরণ সভা ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর)’র সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী, ইসলামী ফ্রন্ট রাউজান দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী।
উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত রাউজান উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আনসারী, সহ-সভাপতি মাস্টার মুহাম্মদ জাকের হোসেন, মাওলানা সৈয়দ আবদুল্লাহ, মাওলানা আবু তৈয়ব আনসারি।
পৌর ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ইসলামী ফ্রন্ট রাউজান উত্তরের সহ সভাপতি মাওলানা শফিউল আজম আজিজি, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম নঈমী, মাওলানা রফিকুল ইসলাম রিজভী, মাওলানা এম এ মতিন, মাওলানা নুরুল ইসলাম রেজভী, মাওলানা মনছুর নেজামী, তসলিম উদ্দিন বাদশাহ, মাওলানা এরশাদ খন্দকার, আবু রায়হান, মাওলানা এহসান কাদের, মাওলানা বাহাউদ্দীন, প্রধান বক্তা- ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কে.এম আজাদ রানা, বিশেষ বক্তা- জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, মুহাম্মদ নিজাম উদ্দিন, পৌর ছাত্রসেনার সভাপতি মাওলানা আহমদুল ইসলাম কাদেরী।
এই সময় বক্তারা বলেন, দীর্ঘ ৭ বছর কেটে গেলেও প্রশাসন এখনো পর্যন্ত তালিকাভুক্ত আসামিদের বিচারের আওতায় আনতে পারেনি। যা জাতির জন্য লজ্জাজনক অধ্যায় হয়ে আছে। তাই অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাতুল মোস্তাকিম কাতার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, আনজুমানে খোদ্দামুল মোস্তাকিম কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক রেজা, তাজ মোহাম্মদ রেজভী, সিরাজুল মোস্তফা সিহাদ, আবদুল কাদের, নাজিম উদ্দিন, আরফান উদ্দিন, মারুফুল ইসলাম, হাফেজ হাবিবুর আজম বেলাল, সৌরভ হোসেন, আমজাদ হোসেন, নজরুল ইসলাম, মাহফুজ আলম জীবন, আবদুর রহিম, ইরফাত চৌধুরী, সিরাজ চৌধুরী, মুহাম্মদ হামিদ,আবদুল করিম সিরাজী, জাহেদুল আলম শয়ন,আমিনুল, হামিম, সাকলাইন রিজভী, জুনায়েদ, রিয়াদ, মুন্না প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগষ্ট ঢাকা রায়ের বাজার নিজ বাস ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, হাইকোর্ট জামে মসজিদের খতিব, জননন্দিত মিডিয়া বক্তিত্ব, শহীদে মিল্লাত আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী’কে নির্মম ভাবে হত্যা করা হয়।