ছাত্রসেনা

সমিতিরহাটে ছাত্রসেনা’র বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সম্পন্ন

মিজানুর রহমান মুুন্না, নিজস্ব প্রতিবেদক

দেশের বায়ু, দেশের মাটি-গাছ লাগিয়ে করবো খাঁটি’-স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি’২২ইং এর উদ্বোধনী অনুষ্ঠান ১২জুলাই (মঙ্গলবার) বিকালে সমিতিরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা মিজানুর রহমান মুুন্না’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল মনসুর সাহেব,প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, ইসলামী ফ্রন্ট নেতা মাস্টার শফিউল আলম, মাওলানা সৈয়দ মোরশেদুল আলম, যু্বসেনা সমিতিরহাট ইউনিয়ন সভাপতি হাসান উদ্দীন কুতুবী, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম,ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়নের সাবেক সভাপতি হাফেজ ফরহাদুল ইসলাম, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আলাউদ্দীন,সাজ্জাদুল ইসলাম প্রমুখ।

 

ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাহিদু্ল ইসলাম হামীম,সহ -সাধারণ সম্পাদক নওশাদুল আলম,সাংগঠনিক সম্পাদক ইউসুফ রায়হান,মুহাম্মদ সোহেল, আশরাফুল ইসলাম রিমন, এমরানুল হক রনি, আশেকুল ইসলাম, নাসির উদ্দীন, মুহাম্মদ শাকিল,আদনান সামি, শাহাদাত হোসেন, মোবারক বিন মর্তুজা প্রমুখ।

 

পরে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয় এবং মাসজুড়ে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ কর্মসূচির ঘোষণা করা হয়।