শাহরাস্তিতে ফারুকী দিবস পালিত
মোজাম্মেল হক, চাঁদপুর
গতকাল শুক্রবার (২৭শে আগস্ট) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, জননন্দিত ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, হাইকোর্ট মাজার মসজিদের খতিব, শহীদে মিল্লাত আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী (র.)’র ৭ম শাহাদাত ‘ফারুকী দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
উপজেলা ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা কামরুল হাসান বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি জননেতা মাওলানা আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা ডাক্তার জালাল উদ্দিন কাছেমী।
এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চাঁদপুর জেলার সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ বদরুদ্দোজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আব্দুর রাহিম, ছাত্রসেনা শাহরাস্তি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান ফিরোজ, ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান আল আবেদী ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রসেনা সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মোতাহের হোসেন নক্সবন্দী।
আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনা শাহরাস্তি উত্তর উপজেলার সহ সাধারণ সম্পাদক খাজা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ শরীফুল ইসলাম, শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী রুবেল রানা প্রমুখ।
এতে বক্তারা শহীদ ফারুকীর সুন্নীয়তের ময়দানে অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ফারুকীর জীবনাদর্শ সুন্নীয়তের ময়দানে অনুসরণ করার আশা ব্যক্ত করেন। প্রধান বক্তা তাঁর বক্তব্যে ফারুকীর আত্মত্যাগ এবং ইসলামের প্রথম যুগ থেকে অদ্যাবধি ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন উৎসর্গকারী সকলের উচ্চ মাকাম কামনা করেন। অধিকাংশ বক্তা ফারুকী হত্যার বিচারিক কার্যক্রম বিলম্বে চরম ক্ষোভ প্রকাশ করেন এবং সাথে সাথে ইসলামী ফ্রন্টের জাতীয় নেতৃবৃন্দের কাছে আরও কঠোর কর্মসূচি দেওয়ার অনুরোধ করেন। নচেৎ ফারুকীর হত্যার বিচার আশা মিথ্যা স্বপ্ন বলে মনে করেন।