ছাত্রসেনা

ছাত্রসেনার প্রথম শহিদ হালিমের পিতার ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার শোকবার্তা

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামের সঠিক মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু করা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার হোসাইনী কাফেলার প্রথম শহিদ আব্দুল মোস্তফা হালিমের বাবা সোনা মিয়া ইন্তেকালে করেছেন। তাঁর ইন্তেকালে শোক জানিয়েছেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ মারুফ রেজা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন৷

দপ্তর সম্পাদক রাশেদুল বারী’র স্বাক্ষরিত এক যৌথ শোক বার্তায় নেতা দ্বয় উল্লেখ করেন- “ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করায় মুসলিম নামধারী কিছু জঙ্গি নির্মমভাবে শহিদ করে ছিল ছাত্রনেতা শহিদ হালিমকে। নিঃসন্দেহে একজন মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় তার সন্তানগণ৷ শহিদ হালিমের বাবা নিজ সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে নিশ্চিত রবের দরবারে মকবুল হয়েছেন৷ ইসলামের নামে অনৈসলামিক রাজনীতির হিংস্র থাবার শিকার হওয়া সন্তান যেন তার বাবার নাজাতের উসিলা হয় সেটাই একমাত্র কাম্য। দেশবাসী ও ছাত্রসেনার নেতাকর্মীর কাছে শহিদ হালিমের বাবার রফয়ে দারাজাত কামনার অনুরোধ জানিয়ে নেতৃদ্বয় বলেন- নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা শহিদ হালিম ও তাঁর বাবাকে কবুল করে নিয়েছেন। প্রিয়নবী মুহাব্বত প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ হালিম যেভাবে নিজেকে সঁপে দিয়ে দুনিয়া আখেরাতের কামিয়াবি হাসিল করেছেন এবং তাঁর পিতা সন্তানকে উৎসর্গ করে যে ত্যাগ স্বীকার করেছেন তাতে রয়েছে আমাদের জন্য মহা শিক্ষা৷ শহিদ হালিমের রেখে যাওয়া মিশন বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিক৷

 

নেতাদ্বয় তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতের আলা মকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।