হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের মাঝে গাউসিয়া কমিটির উদ্যোগে গাছের চারা উপহার
হাটহাজারী প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী দুই লক্ষ গাছের চারা বিতরণের কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার (পূর্ব) শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়।
এ উপলক্ষে গতকাল (৩০ আগস্ট) সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ জামশেদ এর সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এই সময় তিনি প্রত্যেক সাংবাদিকের হাতে ১০ টি করে গাছের চারা তুলে দেন।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন কেশব কুমার বড়ুয়া, এইচ এম মনছুর আলী, খোরশেদ আলম, মোহাম্মদ আবুল বাশার, আসলাম পারভেজ, এস এম ইউসুফ উদ্দিন, জিয়া চৌধুরী, আলমগীর হোসেন, আতাউর রহমান, বোরহান উদ্দিন, মোহাম্মদ একরামুল হক, রবিউল হোসেন, ইরফাত চৌধুরী, সাইফুদ্দিন সাইফ, শোয়েবুর রহমান।
প্রধান অতিথি হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন, করোনার শুরু থেকেই আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃতদের দাফন কাফনে গাউসিয়া কমিটি যেভাবে এগিয়ে এসেছে, তা সারাদেশে প্রশংসিত ও অনুকরণীয় দৃষ্টান্ত করেছে। পাশাপাশি এই সংগঠনের নেতা ও কর্মীরা করোনার সংকট মোকাবেলায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ, অ্যাম্বুলেন্স সেবা, ত্রাণ বিতরণ, টিকা রেজিষ্ট্রেশনসহ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। যা দেশের ইতিহাসের একটি অংশ হবে হিসেবে একদিন প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রত্যক সাংবাদিকদের ১০ টি করে বিতরণ করা চারার মধ্যে ফলজ ও ঔষধিসহ ১০ প্রজাতির গাছের চারাসহ ৩০০ টি ছিল।