ফিলিস্তিনিদের মাতৃভূমি জোরপূর্বক দখলের চেষ্টা ও হামলা চরম মানবাধিকার লঙ্ঘন
নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (২০ মে) বিকাল ৩ টায় ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আল আকসায় হামলার প্রতিবাদে পটিয়া উপজেলা গেইট সম্মুখ মানববন্ধন করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা।
ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতীর সভাপতিত্বে, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাহী সভাপতি অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আলকাদেরী।
এতে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত ফিলিস্তিনের স্বীয় মাতৃভূমি জোরপূর্বক দখলের অপচেষ্টার জের ধরে ফিলিস্তিনের নানা অঞ্চল ও মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আল আকসয় হামলা করে আসছে। যা চরম মানবাধিকার লঙ্ঘনের সামিল। এ হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের যৌক্তিক অধিকার ফিরিয়ে দিতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপ ও জাতিসংঘের যথাযথ ভূমিকা কামনা করেন। মানববন্ধন থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানানো হয় এবং ইসরায়েলের পক্ষে সৌদি মুফতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য প্রত্যাখান করেন আহলে সুন্নাত নেতৃবৃন্দ।