মসজিদে ছবিযুক্ত ব্যানার ব্যবহারে নিষেধাজ্ঞা চাই
সাইফুল ইসলাম চৌধুরী
পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থানের নাম মসজিদ। ইসলামী ঐতিহ্য ও সাংস্কৃতির অপরূপ নিদর্শন হলো মসজিদ। সিজদার স্থান আর ইবাদত বান্দেগীর উপযুক্ত জায়গা মসজিদ। মহান প্রভুর অবারিত রহমানের ঝর্ণাধারা প্রবাহিত হয় মসজিদে।
মসজিদের উসিলায় মহান আল্লাহ মহল্লাবাসীর প্রার্থনা কবুল করেন, গুনাহ ক্ষমা করেন, রিজিক বৃদ্ধি করেন। ধার্মিক মানুষ মাত্রই মসজিদের প্রতি শ্রদ্ধাশীল। হোকনা সে ভিন্নধর্মাবলম্বী। মসজিদ সন্দেহাতীতভাবে আল্লাহর ঘর। যা কালামুল্লাহ শরীফ ও সুন্নাতে রাসূল (দ.) দ্বারা স্বীকৃত। মসজিদে একমাত্র মহান আল্লাহরই রাজত্ব চলে। নেতা-মন্ত্রীর কর্তৃত্ব মসজিদে নিরুত্তাপ।
মসজিদে ইসালে সাওয়াব মাহফিলের ব্যানারে নারী-পুরুষের ছবি, দোয়া মাহফিলে ব্যানারে নেতার ছবি, জন্মদিনের প্রোগ্রামে নেতা-নেত্রীর ছবি; এ সব নীতিবিবর্জিত কাজ ইসলামের দৃষ্টিতে যেমন চরমভাবে হারাম; ঠিক একইভাবে সচেতন মহলের বিবেকেও ঘৃণিত। মসজিদে নারী-পুরুষের ছবিযুক্ত ব্যানার সাঁটিয়ে যেকোনো ধরনের প্রোগ্রাম অবশ্যই পরিত্যাজ্য। যেখানে ঘরে প্রাণীর ছবি রাখার ব্যাপারে শরীয়তে কঠোর নিষেধাজ্ঞা আছে, সেখানে মসজিদে ছবি সম্বলিত ব্যানার সাঁটিয়ে রাজনৈতিক দোয়া মাহফিল; চরম অধার্মিক ও গর্হিত কাজ। এ কাজ কোন নেতা-নেত্রীর সম্মান বাড়ায় না; বরং বহুলাংশে সম্মান ও জনপ্রিয়তা কমায়। সকল দলের বড়কর্তাদের প্রতি সম্মান রেখে বলছি অতি-উৎসাহী কর্মীদের এ অধর্ম চর্চায় নিরুৎসাহিত করুন। মুসলিম প্রাণের সর্বোচ্চ সম্মানের স্থান মসজিদকে এ সমস্ত অপবিত্রতা থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট মসজিদ কমিটিরসহ সকলের প্রতি আহবান জানাচ্ছি।
লেখক: প্রাবন্ধিক ও ইসলামী চিন্তাবিদ