কমলগঞ্জ উপজেলার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
কমলগঞ্জ প্রতিবেদক
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র ‘নুপুর শর্মা’ এবং মিডিয়া সেলের প্রধান ‘নবীন জিন্দাল’ প্রিয়নবী হযরত মুহাম্মদ (ﷺ) এবং তাঁর সহধর্মিণী হযরত মা আয়েশা সিদ্দিকা (رضي الله عنها)’র সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী ময়না চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি জননেতা মোঃ দরুদ আলী সাহেবের সভাপতিত্বে ও মৌলভীবাজার ছাত্রসেনা জেলা শাখার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সামাদ মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি জননেতা মাওলানা আব্দুল মুহিদ হাসানী, প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা কাজী যোবায়ের আহমদ, ছাত্রসেনা কমলগঞ্জ থানা শাখার সাবেক সফল সভাপতি ছাত্রনেতা মাহমুদুল হক সুমন, বিশেষ অতিথি ছিলেন শমসেরনগর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি হাফেজ মোশাহিদ আলী,পৌর সভাপতি হাজী আফরোজ উদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের কুলাঙ্গার নুপুর শর্মা ও নবীন জিন্দাল এর দলীয় পদবী বহিষ্কার যথেষ্ট নয় ভারত সরকার এদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যতায় যতক্ষণ পর্যন্ত কুলাঙ্গারদের শাস্তির ব্যবস্থা করা হবেনা ততক্ষণ পর্যন্ত ভারতের সকল পন্য বাংলাদেশে আমদানি বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের এহেন উগ্র কর্মকাণ্ডের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদে প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।