বায়তুল মোকাররমে হেফাজতি নয় সুফিবাদী সুন্নি খতিব চাই -বিক্ষোভ সমাবেশে আহলে সুন্নাত
প্রেস বিজ্ঞপ্তি
বায়তুল মোকাররমে বিতর্কিত ব্যক্তিকে খতিব নিয়োগের প্রতিবাদে প্রেসক্লাবে আহলে সুন্নাতের বিক্ষোভ সমাবেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরুদ্ধে ফতোয়া দানকারীর পুত্র মুফতি রুহুল আমিনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব নিয়োগের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের উদ্যোগে আজ (শনিবার) সকাল ১১টায় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল আউয়ালের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাঁরা আরও বলেন- রুহুল আমিন একজন স্বীকৃত হেফাজতি। সরকার হেফাজতকে দমনের কথা বললেও এক্ষেত্রে তাঁকে খতিব হিসাবে নিয়োগ প্রদান হেফাজতির কাছে নতিস্বীকারই বটে। যারা ২০১৩ সালে ৫ ই মে সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের মাধ্যমে তালবানি শাসন কায়েমের হুংকার দিয়েছিল তাদের দোসরকে এহেন পবিত্র জায়গায় কখনো শোভা পায়না। অবিলম্বে তার নাম প্রত্যাহার করে সুফীবাদী ঘরানার প্রাতিষ্ঠানিক ব্যক্তিকে নিয়োগ প্রদানের আহবান জানানো হয়।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক বাংলামোড়ে আসলে পুলিশের বাঁধা ও হামলার শিকার হয়।