ইউসুফ বদরী’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহলে সুন্নাতের বিবৃতি
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর সভাপতি আল্লামা ইউসুফ হোসাইন বদরীর উপর বদরখালী বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ এর বিরুদ্ধবাদী চিহ্নিত বাতিল সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস, আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, মহাসচিব সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক প্রমুখ।
দপ্তর সচিবের স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- একজন প্রখ্যাত হক্কানী আলমের উপর দিন দুপুরে হামলা কখনো মেনে নেওয়া যায় না। তাঁকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে তা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং তাঁকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে।
আহলে সুন্নাতের জাতীয় নেতৃবর্গ আরও বলেন- ঈদে মিলাদুন্নবী (দ.) এর বিরোধীরা আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়ে আবারও প্রমান করলে তার সন্ত্রাসী এবং জঙ্গি মতবাদে বিশ্বাসী। নেতৃবর্গ আল্লামা ইউসুফ হোসাইন বদরীর উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।