বাঁশখালী উপজেলার অন্তর্গত কাথরিয়া ইউনিয়নের বিখ্যাত সূফী সাধক, অলীয়ে কামেল, শাহসূফী হযরত নেজামত আলী শাহ (রহঃ)’র ২৯তম বার্ষিক ওরস শরীফ উদযাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাজার প্রাঙ্গণে ওরস উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা জমির উদ্দীন নেছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।দরবারের পক্ষ থেকে সারা দিন ব্যাপী কার্যক্রম-

 

সকাল ৯টায়: পবিত্র কুরআন খতম।

 

সকাল ১১টায়: খতমে গাউছিয়া শরিফ, খতবে খাজেগান, মিলাদ কেয়াম।

 

বাদে জোহর: নাতে মোস্তাফা শরীফ, মানকাবাত পরিবেশ করবেন বিশিষ্ট নাত খাঁ বৃন্দ।

 

বাদে আছর: মিলাদে মোস্তাফা শুরু তকরির পেশ করবেন- মাওলানা এনামুল হক মাইজভান্ডারি।

 

বাদে মাগরিব: তকরির পেশ করবেন মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী।

 

বাদে এশা : তাকরির করবেন, বিশিষ্ট ওয়াজেন মাওলানা আবুল কাশেম তাহেরি (মাঃজিঃআঃ), খতিব, শাহ বখতিয়ার খাঁ জামে মসজিদ (গায়েভী মসজিদ) অক্সিজেন, চট্টগ্রাম।

 

রাত ৯টায় তাকরির করবেন, বিশিষ্ট ইসলামি মিডিয়া ব্যক্তিত্ব, জামেয়া আহমদিয়া সুন্নিয়ার সম্মানিত মহাদ্দিস আল্লামা মুফতি জসিম উদ্দিন আল আযহারী (মাঃজিঃআঃ)।

 

রাত ১১টায় তাকরির করবেন, বিশিষ্ট ওয়ায়েজিন, মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, আরবী প্রভাষক, মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসা, মহেশখালী।

 

রাত ১২:৩০টায় প্রধান অতিথি বক্তব্য রাখবেন-বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক এস এম আইয়ুব। উদ্বোধক, জনাব আব্দুল হাফেজ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখবেন -ইঞ্জিনিয়ার মুহাম্মদ মিজানুর রহমান, সুযোগ্য আওলাদ হযরত নেজামত আলী শাহ (রহঃ)। পরিশেষে মিলাদ কিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ।