নারীকে বাঁচাতে প্রাণ গেল ইমামসহ দু’জনের
নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের নগরীর বাকলিয়ায় এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মােঃ আবু বক্কর (৪৮) ও মাওলানা মােঃ মফিজ উদ্দিন (৩৭) নামের দুই জন বাইক আরােহী মারা গেছে।
রবিবার (৯ মে) সন্ধ্যা ৬টায় বাকলিয়ার ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর বােয়ালখালীর শেখ চৌধুরী পাড়া আব্দুল সালাম মেম্বারের বাড়ির মৃত মােহাম্মদ সৈয়দের ছেলে। আর মাওলানা মফিজ উদ্দিন চন্দনাইশের কানাই মাদারীর ওসমান গনির ছেলে। তিনি বােয়ালখালী আহলে দরবার শরীফের পাশের মসজিদের ইমাম ছিলেন। নিহত মাওলানা মফিজ উদ্দিনের ভাই সেলিম উদ্দিন পূর্বকোণকে বলেন, আবু বন্ধরের বাইকে চড়ে নগরীর অক্সিজেন এলাকা থেকে বােয়ালখালী যাচ্ছিলেন মাওলানা মফিজ উদ্দিন। কথা ছিল বােয়ালখালী আহলে দরবার শরীফের পাশের মসজিদে নামাজ পড়াবেন তিনি। কিন্তু বাকলিয়ার ৫ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী গাড়ির সামনে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে গাড়িকে বাঁক দেন তারা। কিন্তু সঙ্গে সঙ্গে এস আলমের একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
সূত্রঃ দৈনিক পূর্বকোণ