আ’লা হযরত ছিলেন বহুমুখী জ্ঞানের অনন্য নিদর্শন -স্মরণ সভায় মছিহুদ্দৌলা
নিজস্ব প্রতিবেদক
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, আলা হযরত ছিলেন বহুমুখী জ্ঞানের অনন্য নিদর্শন। তিনি বিশ্বে প্রখ্যাত সুন্নি মুসলিম মনিষী হিসেবে পরিচিত। যিনি শুধু ধর্ম নয়, লিখেছেন আইন, দর্শন, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় নিয়ে। তিনি ইসলামী আইন-কানুনের উপর প্রায় সহস্রাধিক গ্রন্থ রচনা করেছেন। যা বিশ্ববাসীর জ্ঞান অর্জনে অমূল্য ভূমিকা রাখছে।
গত (৪ অক্টোবর) সোমবার বিকেল ৫টায় পটিয়াস্থ শহীদ হালিম লিয়াকত স্মৃতি মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় আ’লা হযরত ইমাম আহমদ রেযা বেরলভী ও নায়েবে আলা হযরত মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্বাহী সাধারণ সম্পাদক আল্লামা ফেরদৌসুল আলম আলকাদেরী, সাংগঠনিক সম্পাদক কাজী শাকের আহমেদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহমদ রেজা নকশাবন্দী, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ কলিম উদ্দিন, শ্রম ও কৃষি সম্পাদক কাজী বদিউর রহমান, আহলে সুন্নাত পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ জিলানী, যুবসেনার কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রসেনার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম শওকত, পটিয়া পৌরসভা যুবসেনা নেতা মুহাম্মদ মহিবুল্লাহ, উপজেলা যুবসেনা নেতা বেলাল উদ্দিন, গোলাম সরওয়ার, মুহাম্মদ সাইফুদ্দীন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য রবিউল ইসলাম আরমান, এম. নাজমুল হক চৌধুরী, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ তারেক, ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সভাপতি মিজান উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আরিফ হোসাইন সবুজ, তাজিব সরওয়ার, ছোটন খন্দকার, মুহাম্মদ জয়নাল প্রমুখ।