একঝাঁক মেধাবী স্বপ্নবাজ তরুণদের নিয়ে সেনানী আইটি পার্কের যাত্রা শুরু
ইসলামের গৌরবময় ঐতিহ্য, ইতিহাস ও ধর্মীয় বিভিন্ন তথ্য উপাত্ত তথ্যপ্রযুক্তির সাহায্যে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সেনানী আইটি পার্কের অগ্রযাত্রা শুরু হয়েছে। গতকাল পহেলা ফেব্রুয়ারী ২১ইং চট্টগ্রামের জিইসির মোড়স্থ সেনানী আইটি পার্কের কর্পোরেট অফিসে ডিরেক্টর ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় চেয়ারম্যান মুহাম্মদ শফিউল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মুহাম্মদ আব্দুর রহিম বলেন- যদি স্বপ্ন না থাকে তবে অর্জনের কিছুই থাকবে না।
প্রতিটি মানুষের রোড টু সাকসেস রুল ফলোআপ খুঁজে বের করতে হবে। সুন্নিয়তের অগ্রযাত্রায় সেনানী আইটি কাজ করে যাবে। সুন্নিভিত্তিক বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি ও সুসম্পর্ক গড়ে শক্তিশালী ইসলামী কমিউনিটি তৈরি সময়ের দাবী।
এসময় সেনানী আইটির লক্ষ্য, উদ্দেশ্য, রূপরেখা ও কার্যক্রম বিষয়ে সেনানীর সম্মানিত সিইও জনাব সামসুল আরেফিন খালেদ বলেন- সেনানী তারুণ্যের প্রতিক। সেনানী শব্দটি আমাদের মনে নব উদ্যমের সৃষ্টি করে, তাই আমাদের এই কর্মযজ্ঞে ”সেনানী” নামকরণ করেছি। ইনশাআল্লাহ ইতিমধ্যে ১১জন নিয়ে সেনানী আইটি যাত্রা শুরু করেছি, আগামীতে আমাদের প্রতিষ্ঠানে মেধাবী তরুণদের কর্মসংস্থান করে দেশে বেকারত্বের অবসান করতে চেষ্টা করবো। আমাদের সার্ভিসগুলো ইউনিক হবে, নতুন কিছু আবিষ্কার আমাদের প্রধান লক্ষ্য, আমরা সেবা সমূহের মধ্যে সফটওয়ার ডেভেলপমেন্ট, ওয়ভ এপ্লিকেশন, ওয়েভ ডেভেলপমেন্ট, ওয়েভসাইট ম্যানেজম্যান্ট, এন্ড্রয়েড আপস ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ই-পেমেন্ট, ভিডিওগ্রাফি, অডিওগ্রাফি, সেনানী নিউজ, সেনানী পাবলিকেশন, সেনানী ই লাইব্রেরী, ডোমেন এন্ড হোস্টিং সার্ভিস ইত্যাদি। আগামীতে ‘সেনানী’র মাধ্যমে তথ্যপ্রযুক্তি নির্ভর জাতি গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্সের মাধ্যমে তরুণদের আইটি এক্সপার্ট তৈরির উদ্যোগ নেয়া হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমটিআর ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত ডিরেক্টর ইঞ্জিনিয়ার জুনাইদ হোসেন, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ, মুহাম্মদ রুবাইয়াত, জুনাইদ রেজা, রাশেদুল বারী, মুহাম্মদ ইমরান খান, মুহাম্মদ আদিল, মুহাম্মদ সাইফ, মুহাম্মদ আমির হামজা, মুহাম্মদ আব্দুল আলিম, মুহাম্মদ মুশফিক ইলাহি প্রমুখ।