বাংলাদেশ-ইসলামী-ফ্রন্ট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ এর ব্যবস্থাপনায় জ্বালানী তেলের অসহনীয় দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মাওলানা নুরুল ইসলাম জিহাদী

গতকাল (১০আগস্ট) বিকাল ৩টায় নগরীর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ এর ব্যবস্থাপনায় জ্বালানী তেলের অসহনীয় দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর এর সভাপতি মাওলানা আবদুন নবী আল কাদেরী এর সভাপতিত্বে এবং মুহাম্মদ নাসির উদ্দীন ও মুহাম্মদ আশরাফ হোসাইন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা নুরুল ইসলাম জিহাদী। প্রধান অতিথি মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, দেশে আজ মানুষের মৌলিক অধিকার গুলো হরণ করা হচ্ছে। স্বাধীনতা ৫০ বছর পেরুলেও মানুষ তার স্বাধীনতার স্বাদটুকু পাচ্ছে না।জ্বালানী তেলের অসহনীয় দাম বৃদ্ধির ফলে এদেশের রূপান্তিমুখী শিল্প কারখানায় উৎপাদন কমে যাবে, যার ফলে শিল্প কারখানার মালিক শ্রমিক ছাঁটায় করবে, যা দেশকে দূর্ভিক্ষের মুঁখে ঠেলে দিবে। সরকার যদি জনবান্ধন সরকার হতো তাহলে এরূপ জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নাগরিকের উপর চাঁপিয়ে দিতে পারতো না। অনতিবিলম্বে জ্বালানী তেলের দাম প্রত্যাহার করার দাবি জানান ।
আরও বক্তব্য রাখেন গিয়াস উদ্দীন নেজামী,সোহাইল উদ্দীন আনছারী,আলমগীর ইসলাম বঈদী,মুহাম্মদ জামাল উদ্দীন কাদেরী,মুহাম্মদ বেলাল উদ্দীন,হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, জামাল উদ্দীন,এনামুল হক,বদরুল হুদা তারেক,এ এইচ এম মহিউদ্দীন,কাজী মুহাম্মদ আরাফাত,নাজিম খান,ছৈয়দ মুহাম্মদ ইয়াছির, বেলাল কাদেরী,আসিফুর রহমান প্রমুখ।