পটিয়া প্রতিবেদক
প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেন, বিগত সময়ে সংলাপ আয়োজনের পর সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু তাতে প্রত্যাশিত ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। তাই, একটি নিরপেক্ষ, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য দ্রুত আইন প্রণয়ন করতে হবে।
গতকাল বেলা ২টায় পটিয়া উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সুবর্ণজয়ন্তী ও ইসলামী ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতীর সভাপতিত্বে, দক্ষিণ জেলা যুবসেনার সভাপতি মাস্টার মুহাম্মদ কমরুদ্দীন ও দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি নূরের রহমান রণির যৌথ সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ, বিশেষ বক্তা ছিলেন যুবসেনার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মারুফ রেজা।
প্রধান বক্তার বক্তব্যে স.উ.ম আবদুস সামাদ বলেন, দেশে উন্নয়ন হলেও, মানুষের দুর্দশা কমে নি। সিন্ডিকেটের কবলে পড়ে রীতিমতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের দুর্দশা আরও বাড়িয়ে দিচ্ছে৷ এ দুর্দশা কাটাতে সরকারকে জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে, দ্রব্যমূল্যের স্থিরতা নিশ্চিত করতে হবে।
এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি এম এ মাবুদ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, মাস্টার আবুল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাযী হাফেজ আহমদ আলকাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুস রেজভী, অর্থ সম্পাদক শাকের আহমেদ চৌধুরী, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ওবাইদুল হক হক্কানি,চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি আজিম উদ্দীন জনি, দক্ষিণ জেলা যুবসেনার সহ-সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন খোকন, সহ- সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি শাহজাদা নিজামুল করিম সুজন, ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম হিরু,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের, মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক নজরুল ইসলাম শওকত, ছাত্রকল্যাণ সম্পাদক জুননুরাইন খোকন, সদস্য এইচ এম এনামুল হক, দক্ষিণ জেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক রিদওয়ান সাজ্জাদ প্রমুখ।
সমাবেশ শেষে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।