সুরক্ষা নিশ্চিত পূর্বক স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন -ছাত্রসেনা কোতোয়ালী
জহির উদ্দীন, কোতোয়ালী
আজ বৃহস্পতিবার (৩ জুন) সকালে সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয় সম্মুখে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানা শাখার আয়োজনে ছাত্রনেতা মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসিফুর রহমানের সন্ঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি যুবনেতা মুহাম্মদ এনামুল হক এনাম, বিশেষ অতিথি ছিলেন যুবসেনা কোতোয়ালী থানা শাখার সভাপতি যুবনেতা মুহাম্মদ এটিএম রেজাউল মোস্তফা।
এ সময় বক্তারা বলেন, গত একবছরের অধিক সময় ধরে স্থবির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যে প্রতিষ্ঠান গুলোতে আগামীতে জাতির কর্ণধার তৈরীর গুরুত্বপূর্ণ কার্যক্রম চলতো,তা স্থবির হয়ে পড়া যেন জাতি হিসেবে আমাদের জন্য চরম অশনিসংকেত। শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহ হারিয়ে নানা ধরণের অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। ভয়াবহ কিশোর গ্যাং যেন এখন আরও ভয়াবহ হয়ে জাতির উন্নতিকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। ফ্রি ফায়ার,পাবজি সহ বিভিন্ন অনলাইন গেমসে আসক্তি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশকে বাধাগ্রস্ত করছে।