বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র দলীয় সংগীত
সেনানী ডেস্ক
আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতবাদে বিশ্বাসী রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। দলটি প্রতিষ্ঠা হয় ১৯৮০ সনের ২১’শে জানুয়ারি।
তারানায়ে ছাত্রসেনা
ড. আব্দুল্লাহ আল মারুফ
ছাত্রসেনা জিন্দাবাদ, ছাত্রসেনা জিন্দাবাদ,
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
নবীজির শানের পতাকা বাহী
নিবেদিত প্রাণ এই বীর সিপাহী
নবী প্রেম সিন্দুতে অবগাহী (২)
মিটাই মনের সাধ। ঐ
রাসুল এবং তার সাহাবাগণ
করেছেন যেই পথে সঠিক গমন
আমরা যে তাই করি অনুসরণ
চাই না আর মতবাদ। ঐ
নতুন যুগের মােরা নব সেনানী।
শুনাই সুপ্তকানে হকের বাণী
ঈমানের মরা গাংগে জোয়ার আনি (২)
দানি জীবনে স্বাদ। ঐ
যুগের ফারুক মােরা মােরা হায়দার
মােরা যে খালিদ মুছা তারিক আজগর
রচিব বাতিলের জিন্দা কবর (২)
আমরণ করব জিহাদ। ঐ
রাসুলের সৈনিক আমরা সবাই
গাওছে পাকের মােরা গুণগান গাই
শরীয়ত মারফত দু’টাই চাই (২)
করতে ঈমান আবাদ। ঐ
দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার
কেবল মুহাব্বত হাবিবে খােদার (দঃ)
তাহার গােলাম মােরা আশিক তাঁহার
কন্ঠে আল্লাহ্ আহাদ। ঐ
নির্ভীক মুজাহিদ এই কাফেলা
মুখে মুখে গায় সদা ছাল্লে আ’লা
হরদম দুর্দম এদের চলা (২)
কাঁধে মিলায়ে কাঁধ। ঐ
বিকৃত করেছে হাদিস কোরআন
করেছে কলংকিত রাসুলের শান
বাঁচাও বাঁচাও নিজ আক্বিদা ঈমান (২)
শুধু এই ফরিয়াদ। ঐ
শানে রিসালাত আর বেলায়ত
নবী প্রেমিকদের আবে হায়াত
হরদম হানে তারা সেথায় আঘাত (২)
ভাঙবাে সেই বুনিয়াদ। ঐ
দিতে পারে নিজ খুন প্রেমে নবীর
পৃথিবীতে তার সম নাই কোন বীর
সেই জন ধন্য উচ্চ সে শির (২)
জাছি শহীদি স্বাদ। ঐ
দেখ আ’লা হযরত জেগেছে আবার
ঐ শেরে বাংলা ছাড়ে হুংকার
হাঁকে হায়দরী হাঁকে হাজার হাজার
আল্লাহর অলি আওতাদ। ঐ
চেয়ে আছি পথ পানে হাদী মাহাদীর
আসিবে বার্তা নিয়ে চিরশান্তির
মুছে দেবে হাহাকার এই ধরণীর (২)
যতই আর্তনাদ। ঐ
লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আল্লামা ড. আব্দুল্লাহ আল মারুফ।
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সদস্য, ও.আই.সি ইন্টারন্যাশনাল ফিকহ্ একাডেমী।