ছাত্রসেনা

দক্ষিণ জেলার মহান স্বাধীনতা দিবস উদযাপন ও অনুগামী সম্মেলন’২২ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গতকাল (শনিবার) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুগামী সম্মেলন ছাত্রসেনা দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত সৈয়্যদ মছিহুদ্দৌলা (মাঃজিঃআঃ), উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত কাযী ছাদেকুর রহমান হাশেমী (মাঃজিঃআঃ), প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা এম এ মাবুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ হাসান আলী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মুহাম্মদ আরিফুল হক রানা, শাহজাদা নিজামুল করিম সুজন, মুহাম্মদ সাহাব উদ্দিন, মুহাম্মদ নুরুল ইসলাম হিরু, জেলার সাবেক সহ-সাধারণ সম্পাদক এইচ এম এনামুল হক, সংবর্ধিয় অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ মামুন উদ্দীন মেম্বার, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন- মহান স্বাধীনতা দিবসের এই ক্ষণে দাঁড়িয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। দেশ থেকে সকল অন্যায়-অনাচার, দূর্ণীতি-ঘুষ-অনৈক্যতা, অন্যায্যতা পরিহার করতে স্ব-স্ব স্থানে সকলকে স্বীয় কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানাচ্ছি। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রমের মাধ্যমে সেনানীদের এগিয়ে যেতে হবে। আদর্শিক কাফেলা হিসেবে ছাত্রসেনাকে তৃণমূল পর্যায়ে আরো সুন্দর করে সাজাতে তাগিদ দেন।

 

শেষে আগামী ২০২২-২৩ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার নতুন কমিটিতে মুহাম্মদ নূরের রহমান রণিকে সভাপতি, মুহাম্মদ নুর উদ্দীনকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ খোরশেদ হাশেমীকে সাংগঠনিক সম্পাদক করে ৬৫ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।