ছাত্রসেনা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষের জনজীবন দূর্বিষহ হয়ে পড়ছে

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর ব্যবস্হাপনায় জ্বালানী তেলের অপ্রত্যাশিত দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে মাওলানা সোহাইল উদ্দীন আনসারী

আজ (৭ আগস্ট) নগরীর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর ব্যবস্হাপনায় জ্বালানী তেলের অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর সভাপতি মুহাম্মদ মইনুদ্দীন কাদেরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল উদ্দীন আনছারী।

 

উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর সভাপতি হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার দাওয়াহ বিষয়ক সম্পাদক কাজী মুহাম্মদ আরাফাত।

 

প্রধান অতিথি মাওলানা সোহাইল উদ্দীন আনছারী বলেন,জ্বালানি তেলের দাম বাড়লে সেটা দেশের সাধারণ মানুষের ওপরেই প্রভাব পড়ে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তেলের দাম বাড়লে আমাদের দৈনন্দিন যোগাযোগে ভাড়াও বাড়বে। এতে সাধারণ মানুজের জীবন ব্যবস্হা দিন দিন দূর্বিষহ হয়ে পড়বে। অনতিবিলম্বে জ্বালানী তেলের দাম প্রত্যাহার করার দাবি জানান।

 

এতে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল কাদেরী এর সঞ্চালনায় আরো উপস্হিত ছিলেন তাহারিফ হোসেন, হানিফ মান্নান,শফিউল করিম,মাহমুদুর রহমান,হুমাইন পারভেজ, নিয়াজ মাখদুম ফারুকী, এনায়েত উল্লাহ, আতাউল্লাহ, মুহাম্মদ শামজাদ, এস এম কাদের রেযা প্রমুখ।