ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের স্বাধীনতা দিবস উদযাপন
কায়েছ উদ্দিন, রাউজান
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ ২৬ মার্চ (শনিবার) বিকাল ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দো’আ মাহফিল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের অর্থ সচিব জননেতা সৈয়দ মুহাম্মদ হোসেন। সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাজী কায়েছ উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ এনামুল হক মুন্না, সহ-সাধারন সম্পাদক রাইহানুল করিম রাব্বি, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন, আজিজুর রহমান, জুনাইদুল হক হৃদয়, ইমদাদুল হক ইমতিয়াজ, আলমগীর শাহ, শহিদুল ইসলাম ফোরকান, আশরাফুল, কায়সার, সাকিব, আনিস প্রমুখ।
শহীদ ও মরহুম মুক্তিযোদ্ধাদের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।