মৌলভীবাজার গাউসিয়া কমিটির আয়োজনে মুসলিম মৃত ব্যক্তির গোসল ও কাফন প্রশিক্ষণ
আব্দুস সামাদ (মুন্না), কমলগঞ্জ
আজ (৩০শে আগস্ট) সোমবার কমলগঞ্জের মির্জাপুর দাখিল মাদ্রাসায় “শেষ বিদায়ের সাথী’’ গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীবাজার জেলা করোনা টিমের আয়োজনে মুসলিম মৃত ব্যক্তির গোসল ও কাফন পরিধান নিয়ম-কানুন প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে জেলা টিম প্রধান মোহাম্মদ আব্দুল মুকিত হাসানীর সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা প্রধান সমন্বয়কারী কাজী মোঃ কুতুব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আবদুল মুহিত হাসানী, মহাসচিব, গাউসিয়া কমিটি, সিলেট বিভাগ।
কমলগঞ্জ টিম প্রধান হাফেজ আব্দুল মুকিত, প্রভাষক মাহমুদ হাসান শিমুল, কবি জয়নাল আবেদীন, যুবনেতা আব্দুল কাইয়ুম, আহমেদ রাজু, দেলোয়ার হোসেন, মাওলানা নূরুল আবছার আত্তারী, সাবেক মেম্বার আব্দুল হান্নান, তাজুল ইসলাম বাবুল, মেহেদী হাসান জিলানী, মাহবুব হাসান হারেজ, আজাদুর রহমান, আব্দুল মনাফ, সাদেক মিয়া, শিমু চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণ প্রদানে কমলগন্জ ও রাজনগরের উপজেলা টিম উপস্থিত ছিল। উক্ত অনুষ্ঠানে সাদেক মিয়াকে লাশ করে ও মুকিত হাসানীর সঞ্চালনায় কার্যক্রম পরিচালনা করা হয়।