গাউসিয়া-কমিটি-বাংলাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গাউসিয়া কমিটি বোয়ালখালী স্বেচ্ছাসেবক টিম

আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা হাজী নুরুল হক সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে  করোনাকালে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী সেচ্ছাসেবক টিম।

এসময় তারা ক্ষতিগ্রস্ত হওয়া ১৩টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ ভালোবাসার উপহার বিতরণ করেন।

 

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী সেচ্ছাসেবক টিমের সদস্য সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অক্সিজেন সেবা টিমের প্রধান মুহাম্মদ ওসমান গনী, করোনাকালীন সেচ্ছাসেবক টিমের অন্যতম মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ জালাল উদ্দীন, কামরুল হাসান নয়ন প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ শুধুমাত্র তরিকত ভিত্তিক সংগঠন নয়, এটি মানবসেবায় নিয়োজিত একটি মানবসেবী সংগঠনও।