আহলে-সুন্নাত-ওয়াল-জামাআত

মুফতি ইদ্রিস রেজভী(র.) স্মরণে ৪ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত

প্রেস বিজ্ঞপ্তি

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা, দেশের প্রবীণ আলেমে দ্বীন আল্লামা মুফতি ইদ্রিস রেজভী (২৭ জুলাই ২০২১ ঈসায়ী, মঙ্গলবার) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

প্রতিথযশা এ আলেমের আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা মুঈন উদ্দিন আশরাফী, নির্বাহী চেয়ারম্যান আল্লামা অধ্যক্ষ আবদুল বারী জিহাদী, কো- চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী, শাইখুল হাদীস ও কো-চেয়ারম্যান আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনছারী, কো-চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ শাহ, ড. আল্লামা আফজাল হোসাইন, স্টান্ডিং কমিটির সদস্য বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান, এম এ মতিন, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা লিয়াকত আলী, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ রেজভী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দিদী, আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, এডভোকেট মাহবুব উল আলম আশরাফী, ডঃ মাওলানা হাফেজ হাফিজুর রহমান, মাওলানা এ এ এম জুবাইর রজভী, মহাসচিব সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক, যুগ্ম মহাসচিব মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী, কাজী মুহাম্মদ মোবারক হোসাইন ফরায়জী, মুফতি জসিম উদ্দিন আল আজহারী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানী ও অর্থ সচিব এডভোকেট সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী শোক প্রকাশ করেছেন।

 

তাঁর স্মরণে আজ ২৮ জুলাই ২০২১ ঈসায়ী হতে থেকে ৩১ জুলাই ২০২১ ঈসায়ী পর্যন্ত ৪ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে আহলে সুন্নাত।

 

আওতাধীন সকল সাগঠনিক শাখাকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র খতমাত, মরহুমের জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।