আহলে-সুন্নাত-ওয়াল-জামাআত

বায়তুল মোকাররমে হেফাজতি নয় সুফিবাদী সুন্নি খতিব চাই -বিক্ষোভ সমাবেশে আহলে সুন্নাত

প্রেস বিজ্ঞপ্তি

বায়তুল মোকাররমে বিতর্কিত ব্যক্তিকে খতিব নিয়োগের প্রতিবাদে প্রেসক্লাবে আহলে সুন্নাতের বিক্ষোভ সমাবেশ 

বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরুদ্ধে ফতোয়া দানকারীর পুত্র মুফতি রুহুল আমিনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব নিয়োগের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের উদ্যোগে আজ (শনিবার) সকাল ১১টায় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল আউয়ালের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় একজন বিতর্কিত ব্যক্তিকে খতিব নিয়োগ কোনমতে মেনে নেওয়া যায়না। বঙ্গবন্ধুর মত ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া দিয়ে মুসলমানিত্ব থাকবেনা বলে গর্হিত বক্তব্য দেওয়া ব্যক্তির পুত্র কখনো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হওয়ার যোগ্যতা রাখে না। নবী-দ্রোহী, অলি-আউলিয়া বিদ্বেষী; সর্বোপরি আপাদমস্তক বিতর্কিত ব্যক্তি রুহুল আমিনকে এ পদে আসীন করার সিদ্ধান্ত এদেশের সুফীবাদী মানুষের হৃদয়ে চরমভাবে আঘাত হেনেছে।

তাঁরা আরও  বলেন- রুহুল আমিন একজন স্বীকৃত হেফাজতি। সরকার হেফাজতকে দমনের কথা বললেও এক্ষেত্রে তাঁকে খতিব হিসাবে নিয়োগ প্রদান হেফাজতির কাছে নতিস্বীকারই বটে। যারা ২০১৩ সালে ৫ ই মে সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের মাধ্যমে তালবানি শাসন কায়েমের হুংকার দিয়েছিল তাদের দোসরকে এহেন পবিত্র জায়গায় কখনো শোভা পায়না। অবিলম্বে তার নাম প্রত্যাহার করে সুফীবাদী ঘরানার প্রাতিষ্ঠানিক ব্যক্তিকে নিয়োগ প্রদানের আহবান জানানো হয়।

অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসার সঞ্চালনায় বক্তব্য এতে রাখেন মুফতি মুহিউদ্দীন হামেদী, এডভোকটে হেলাল উদ্দীন, মীর মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, এডভোকেট আবুল কালাম আজাদ, মাওলানা মোস্তাক আহমদ আশরাফী, এডভোকেট ইকবাল হাসান, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, হাফেজ মুফতি জাহিদুর রহমান, মাওলানা আব্দুল হাই আমজাদী, মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ মাঈনুদ্দীন ভান্ডারীম, মোহাম্মদ শাফায়াত উল্লাহ, ইমাম হুসাইন রেযা, হাফেজ জাবের হোসাইন প্রমুখ।

পুলিশের হামলায় আহত

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক বাংলামোড়ে আসলে পুলিশের বাঁধা ও হামলার শিকার হয়।