আহলে-সুন্নাত-ওয়াল-জামাআত

নামাজরত ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

প্রেস বিজ্ঞপ্তি

গতকাল আল আকসা মসজিদে নামাজের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাবাহিনীর ভয়াবহ তাণ্ডব, গুলি এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব জননেতা আল্লামা এম এ মান্নান ও এম এ মতিন।

দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের পাঠানো এক বিবৃতিতে নেতাদ্বয় বলেন- নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর যেভাবে ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে তা মানবাধিকার এবং ধর্মীয় সেন্টিমেন্টের উপর চরম আঘাত। গতকাল মুসলমানরা ইফতারির পর রমজানের বেজোড় রাত্রিতে, লাইলাতুল কদর সন্ধানে নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকলে নির্মম এই হত্যাকান্ড চালায়।

 

নেতাদ্বয় আরও বলেন- বার বার মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনে আল আকসা মসজিদে হামলা নতুন না হলেও পবিত্র রমজান মাসে এমন হামলা মুসলিমবিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলছে। একদিকে করোনায় পূরো পৃথিবী বিধ্বস্ত অন্যদিকে ইসরাইলী বাহিনী হামলা বিশ্বকে চ্যালেঞ্জ চুড়ে দেওয়ার শামিল।

 

নেতাদ্বয় অবিলম্বে ইসলরালি সন্ত্রাসীদের হামলায় আহতদের আরোগ্য কামনা, আটককৃতের মুক্তি এবং ওআইসি, আরবলীগসহ সকল সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন।