আহলে-সুন্নাত-ওয়াল-জামাআত

কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

আব্দুস সামাদ, কমলগঞ্জ

সকল ঈদের সেরা ঈদ জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজ ২০ অক্টোবর কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মোহাম্মদ দুরুদ আলী।

হাজারো মুসল্লী ও আশেক্বে রাসুলের অংশগ্রহণে হাতে কালিমা খচিত পতাকা নিয়ে ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পেহ লাখো সালাম ও বিভিন্ন ইসলামী সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুম হতে র‌্যালী শুরু হয়ে কমলগঞ্জ-ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে এসে সমাপ্ত হয়।

উক্ত মাহফিলে জনাব রাসেল মোস্তফা সাহেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র জনাব জুয়েল আহমদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাস্টার মইনুল ইসলাম খান, ছাত্রনেতা রাসেল মোস্তফা, আলহাজ্ব আফরোজ উদ্দিন, রেজাউল খলিল তরফদার, আব্দুল মুকিত হাসানী,আলহাজ্ব আব্দুল হাই, নুরুল ইসলাম মেম্বার,আব্দুল হাই, মোঃ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী যোবায়ের আহমদ।

কমলগঞ্জ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা রুমেল আহমদ খান, ছাত্রনেতা মাহমুদ হাসান শিমুল, শেখ মোঃ কামাল, মোঃ-আব্দুস সামাদ, সায়েম আহমদ, ওয়াসিদ আলী, হাসাইন আহমদসহ প্রমুখ।

মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত মাহফিলে সভাপতির বক্তব্যে মোহাম্মদ দরুদ আলী বলেন, আল্লাহ পাকের নিয়ামত সমূহের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হাবিবের সৃজন। তার সৃজনে ধন্য করেছেন সমগ্র সৃষ্টিজগতকে। যা সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না (আল হাদিস)।

তিনি আরো বলেন, নবীর শুভাগমন উপলক্ষে খুশি প্রকাশ এর কারণে আবু লাহাবের মতো অভিশপ্ত কাফের যদি প্রতি সোমবার ভয়াবহ শাস্তি থেকে কিছুটা পরিত্রান পায়, তবে আমরা কেন এ মহা নেয়ামত থেকে বঞ্চিত হব।

উক্ত মাহফিলে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা গঠনে প্রিয়নবী সাল্লাল্লাহু সালামের আদর্শিক চেতনা বিকল্প নেই। যিনি সফলতার চাবিকাঠি তার অনুসরণেই সকল সমস্যার সমাধান নিহিত।

এতে আরও বক্তব্য রাখেন জেলা-উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, গাউসিয়া কমিটির কমলগঞ্জ থানা শাখা সকল নেতৃবৃন্দ।

পরিশেষে মিলাদ ও কিয়ামের পর বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর আত্তারী।