দরবারে বারীয়ার প্রতিষ্ঠাতা হযরত আবদুল বারী শাহজী (র.)’র সহধর্মীনির নামাযে জানাযা
নিজস্ব প্রতিবেদক
দরবারে বারীয়া শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়্যদ আবদুল বারী শাহজী বারী (রাহ.) এর সহধর্মিনী হযরত সৈয়্যদা জুলেখা বারী (রাহ.)’র নামাযে জানাযা সম্পন্ন। প্রথম জানাযা নামাযে ইমামতি করেন তাঁর দৌহিত্র মাওলানা সৈয়্যদুল বারী।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মহাসচিব জননেতা আলহাজ্ব এম এ মতিন, সিনিয়র যুগ্ন মহাসচিব জননেতা অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যক্ষ আল্লামা ড.ইসমাইল নোমানী, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক যুবনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আল-আমিন বারীয়া শাখার সভাপতি সৈয়দ মুহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ হাজার হাজার জনতা।
তাঁর ইন্তেকালে দরবারের আশেকীন-মুহিব্বীনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তাঁর বড় শাহজাদা ও দরবারের সাজ্জাদানশীন হযরত সৈয়দ বদরুদ্দোজা বারী বর্তমানে আজমীর শরীফে সফরে আছেন। সফর সংক্ষিপ্ত করে কাল সকালের ফ্লাইটে তিনি ভারত থেকে চট্টগ্রাম পৌঁছবেন। এদিকে আজ বাদে এশা তাঁর সর্বশেষ নামাযে জানাযা শেষে মরহুমার অসিয়ত অনুযায়ী রাউজান নোয়াপাড়া তাঁর পিতার কবর শরীফের পাশে তাকে দাফন করা হবে। সর্বশেষ নামাযে জানাযা দরবারের মেজ শাহজাদা হযরত সৈয়্যদ শামসুদ্দোহা বারী ইমামতি করবেন বলে জানা যায়