ফিলিস্তিনকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অর্থ সহায়তা
ইয়েমেনে বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তায় নগদ অর্থ বিতরণ করেছে সৌদি সামরিক জোটের আক্রমণে বিধ্বস্ত দেশটির যাকাত বোর্ড।
এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের (হামাস) যোদ্ধাদের জন্য ১৫ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহ করেছে ইয়েমেন সরকার।
এদিকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি । তিনি বলেন, সৌদি আরবের আগ্রাসন মোকাবেলার পাশাপাশি আপনারা ফিলিস্তিনিদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করুন।
এ জাকাত বোর্ড এই সহায়তাকে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনের ও হত্যাযজ্ঞ মোকাবেলায় ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ বলে জানিয়েছেন ইয়েমেনের যাকাত কর্তৃপক্ষের প্রধান।
তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা সক্ষম। যাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বার্তা দেয়া হয়েছে যে, ইসরাইলের দখলদারিত্ব থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে যাবে ইয়েমেন।
তথ্যসূত্র: এবিএনএ