মিলাদুন্নবীকে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবী
নাজমুল হক চৌধুরী, পটিয়া
রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পটিয়া পৌরসভা ছাত্রসেনার র্যালী
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া পৌরসভার ব্যবস্থাপনায় পবিত্র রবিউল আউয়াল শরিফকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালী গতকাল (৮ অক্টোবর) শুক্রবার বিকাল ৪টায় ছাত্রসেনা পটিয়া পৌরসভার সভাপতি নজরুল ইসলাম শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। র্যালীটি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া বাস স্টেশন মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
সাংগঠনিক সম্পাদক এস এম ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আল কাদেরী, উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট পটিয়া পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন নিজামী এবং প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য রবিউল ইসলাম আরমান।
সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী বিশ্বের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতির বৃহৎ অংশ। যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালেশিয়া, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়াসহ মুসলিম বিশ্বের প্রায় দেশে গুরুত্বের সাথে উদযাপন করা হয়। যার ফলে এটি এখন বিশ্ব সংস্কৃতিতে পরিণত হয়েছে। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবীকে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য দাবী জানিয়েছেন বক্তারা।