অন্যান্য

কুমিল্লার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার চেয়েছে আহলে সুন্নাত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ঘটনায় নিন্দা জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী ও মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদৌল্লাহ এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। তারা এ ঘটনার নিন্দা, প্রতিবাদ ও প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।

 

বিবৃতিতে তারা এই ঘটনাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যেন শান্তি-শৃঙ্খলা নষ্ট না হয়, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সর্বস্তরের মানুষদের প্রতি সেই আহ্বান জানান।